ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাতের আধারে  মধ্যবিত্ত ও নিন্মবিত্ত  স্বজনদের ঘরে পৌছে দেয়া হলো ঈদ উপহার
কসবা বড়বাড়ীর  সুনামর গোষ্ঠির মানবিক উদ্যোগ

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / 1076
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০ মে, রাত ১০টা। গ্রামের বেশ কয়েকটি পরিবারের সদস্য মিলিত হয়ে খাবার প্যাকেট করছেন। উদ্দেশ্য ইদুল ফিতর উপলক্ষে গ্রামে খাদ্য  সামগ্রী উপহার  দেয়া। তবে, তা করা হচ্ছে গতানুগতিক প্রথা অবলন্বন না করে। গ্রামের মধ্যবিত্ত ও নিন্মবিত্ত অনেক আছেন, যাদের প্রয়োজন আছে, কিন্তু লোক সমাগমে, সামাজিক মর্যাদার কথা ভেবে, সহায়তা থেকে তারা বঞ্চিত  হন। প্রধানত,  তাদের প্রতি সম্মান জানিয়ে,  ঈদ উপহারগুলো তালিকা অনুযায়ী রাতের অন্ধকারে নিদৃষ্ট ঘরে ঘরে পৌছে দেয়া হবে।যাতে ঈদের আনন্দটুকু তাদের ঘরে পৌছে স্বচ্ছলদের মতো।

সিলেট বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী  কসবা  বড়বাড়ী সুনাম’র  গোষ্ঠীর উদ্যোগে  সুবিধাবঞ্চিত  প্রায় ২শত পরিবারের মধ্যে রমজান মাসে সোমবার  রাত ১০টায়  এভাবে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারে ছিল তেল, ময়দা, চিনি, দুধ এবং নগদ অর্থ।

বিস্তারিত ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে। কণ্ঠ : সাব্বির আহমদ পরাগ

 

[youtube]cOJqFvSptY0[/youtube]

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতের আধারে  মধ্যবিত্ত ও নিন্মবিত্ত  স্বজনদের ঘরে পৌছে দেয়া হলো ঈদ উপহার
কসবা বড়বাড়ীর  সুনামর গোষ্ঠির মানবিক উদ্যোগ

আপডেট সময় : ১১:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

১০ মে, রাত ১০টা। গ্রামের বেশ কয়েকটি পরিবারের সদস্য মিলিত হয়ে খাবার প্যাকেট করছেন। উদ্দেশ্য ইদুল ফিতর উপলক্ষে গ্রামে খাদ্য  সামগ্রী উপহার  দেয়া। তবে, তা করা হচ্ছে গতানুগতিক প্রথা অবলন্বন না করে। গ্রামের মধ্যবিত্ত ও নিন্মবিত্ত অনেক আছেন, যাদের প্রয়োজন আছে, কিন্তু লোক সমাগমে, সামাজিক মর্যাদার কথা ভেবে, সহায়তা থেকে তারা বঞ্চিত  হন। প্রধানত,  তাদের প্রতি সম্মান জানিয়ে,  ঈদ উপহারগুলো তালিকা অনুযায়ী রাতের অন্ধকারে নিদৃষ্ট ঘরে ঘরে পৌছে দেয়া হবে।যাতে ঈদের আনন্দটুকু তাদের ঘরে পৌছে স্বচ্ছলদের মতো।

সিলেট বিয়ানীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী  কসবা  বড়বাড়ী সুনাম’র  গোষ্ঠীর উদ্যোগে  সুবিধাবঞ্চিত  প্রায় ২শত পরিবারের মধ্যে রমজান মাসে সোমবার  রাত ১০টায়  এভাবে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারে ছিল তেল, ময়দা, চিনি, দুধ এবং নগদ অর্থ।

বিস্তারিত ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির এর প্রতিবেদনে। কণ্ঠ : সাব্বির আহমদ পরাগ

 

[youtube]cOJqFvSptY0[/youtube]