-
লুৎফুর রহমান
প্রবাসিদের বণ্ড খুব চালু করা খুব যৌক্তিক। অচিরে তা চালু করা হবে। সেই সাথে প্রবাসিদের জানমালের নিরাপত্তার জন্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেন্টার ফর এনআরবির দুবাই সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্ত বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শুক্রবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে সভাপতিত্ব করেন এনআরবি চেয়ারম্যান শেকিল চৌধুরী। ৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় এ সময় প্রবাসিদের নানা বিষয়ে বক্তব্য রাখেন আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও দু্বাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
সম্মেলনে বাজেটে ২ ভাগ প্রণোদনা, প্রবাসীদের বীমা চালু, বিমানবন্দর হয়রানি বন্ধ করা, পাসপোর্ট ভিরিফিকেশনে হয়রানি বন্ধ সহ প্রবাসিদের নানা দাবি অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেন প্রবাসিরা।
বিশ্ব সম্মেলনের অংশ হিসেবে দুবাই পর্বের এ সম্মেলনে পেশাজীবী, রাজনৈতিক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসি ব্যবসায়ি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাবেক সিআইপি নূর মোহাম্মদ, সমাজসেবি হিসেবে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম ও কমিউনিটি নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন অধ্যাপক আব্দুস সবুর ও মায়মুনা আক্তার।
পরের পর্বে প্রবাসিদের নানাবিদ সমস্যার কথা তুলে ধরেন হাজী শফিকুল ইসলাম, মাহে আলম, হাবিবুর রহমান চুন্নু, কাজী মোহাম্মদ আরী, ইসমাইল গণি সহ আরো অনেকে।