­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

ডুমুরিয়ার চুকনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান



খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর যতিন- কাসেম রোডে জেলা পরিষদের উদ্যোগে অবৈধ স্থাপনা অভিযান পরিচালিত হয়। ২৫ই মার্চ সকাল ১০টায় খুলনা জেলা পরিষদের সচিব বিষ্ণু পদ পাল ও সহকারী কমিশনার(ভূমি) রাকিবুল হাসানের পরিচালনায় চুকনগর বাসষ্টান্ড থেকে শুরু করে চুকনগর যতিন কাসেম রোডের দুই পাশে গড়ে ওঠা প্রায় একশত পাঁকা ও আধা পাঁকা সকল স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। অনেকে আবার নিজ থেকে সরিয়ে নিচ্ছেন। এর আগে ২৩ মার্চ মঙ্গলবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ ওয়াদুত দোকান মালিকদের ২৪ ঘন্টা সময়ের ভিতর সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

কিন্তু ২৪ ঘন্টা পার হলেও সকল দোকানদার বহাল রেখে দোকান খুলে ব্যাবসা চালিয়ে যায়। আজ সকাল ১০ টায় জেলা পরিষদ নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এবিষয়ে জেলা পরিষদ সচিব বিষ্ণু পদ পাল ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান আমাদের কে বলেন জেলা পরিষদের সকল জায়গা উচ্ছেদ করে বাজারের রাস্তাকে প্রসার করায় মুল লক্ষ্য।

অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে জানান। এ বিষয়ে খুলনা জেলা আ লীগ’র সহ-সভাপতি এবি এম শফিকুল ইসলাম বলেন রাস্তাটি প্রসার হলে ছোট বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে জনসাধারণ।
তিনি আরও বলেন উচ্ছেদ অভিযানের ফলে প্রায় চার পাঁচশত লোক বেকার হয়ে পড়েছে। সরকারী সহযোগীতা কামনা করেন।

উচ্ছেদ অভিযানে সহযোগীতা ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টোশন অফিসার তানভির হাসান,পল্লী বিদ্যুৎ চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন,ও ডুমুরিয়া থানা পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন