­
­
শনিবার, ১৭ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «   জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর  » «   ভুয়া ‘জুলাই যোদ্ধা’র হাতে সরকারি অনুদানের চেক  » «   কে জিতল—ভারত, না পাকিস্তান?  » «   আওয়ামী লীগের ‘কার্যক্রমে নিষেধাজ্ঞা’র মানে কী?  » «   বাংলাদেশে মার্কিন পণ্যের আমদানি বাড়বে, কমবে শুল্ক  » «   আওয়ামী লীগ নিষেধাজ্ঞার ফল কী? জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন  » «   পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক  » «  

পাসপোর্ট দালালদের পক্ষ নেয়ায় প্রত্যাহার হতে পারেন ইতালির রাষ্ট্রদূত



একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইতালির রাজধানী রোমে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট দালালি করে যাচ্ছে। আর এসব দালালদের সহযোগিতা করায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারকে তার মেয়াদপূর্তির আগেই প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে।

করোনা ভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় ইতালি সরকার। এতে সুযোগ সৃষ্টি হয় অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও কিন্তু পাসপোর্ট বা সার্টিফিকেট ছাড়া বৈধতার জন্য আবেদন করতে পারছেন না তারা।

এই অবস্থায় বাংলাদেশ সমিতিরসহ কমিউনিটির নেতারা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সনদ দেবার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দালালচক্রের স্বার্থ রক্ষায় পাঁচ দিনের মাথায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রদূত। বিক্ষুব্ধ হয়ে ওঠে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। তারা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং অবিলম্বে দালালি বন্ধ, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার দুর্নীতির তদন্ত করার দাবি জানায়।

প্রবাসীরা প্রধানমন্ত্রীর বরাবরে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার অনুরোধ জানায় এবং প্রবাসীদের বিশেষ করে অবৈধ অভিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মেয়াদ পূর্তির আগেই আবদুস সোবহান সিকদারকে প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগে ইতালিতে আসেন। চুক্তির মেয়াদ শেষ হলে তদবির করে আরো দুই বছর বাড়িয়ে নেন তিনি। তার মেয়াদ শেষ হবে আগস্ট মাসে। কিন্তু তার আগেই দুর্নীতি আর দালালদের সহযোগিতার অভিযোগ নিয়ে আব্দুস সোবহান শিকদারকে ফিরে যেতে হচ্ছে বলে ধারণা ইতালি প্রবাসী বাংলাদেশীদের।

এ ব্যাপারে রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দূতাবাসের এক কর্মকর্তা জানান, বিষয়টি তারাও শুনেছেন। তবে এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগ রয়েছে, দলীয় পরিচয় ব্যবহার করে একজন নেতার নেতৃত্বে এই দালাল চক্র গড়ে ওঠে। দূতাবাসে ওই নেতার দুই নিকটাত্মীয়কে তদবিরের মাধ্যমে চাকরি দেয়া হয়েছে। ফলে দূতাবাস এখন দালালচক্রের তীর্থ ভূমিতে পরিণত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইতিমধ্যেই ইতালিতে নতুন রাষ্ট্রদূত কে আসবে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে বৃহত্তর জনগোষ্ঠীর বাংলাদেশীদের বসবাস ইতালিতে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রদূত।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন