ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোলাম আজম ও নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় প্রতিবাদ মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল, ঘাতকদের বিচারের দাবি জগন্নাথ হলের সড়কে ছাত্রদের আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা: নিহত ৬ বাংলাদেশি বিএনপি থেকে তিন দফা বহিষ্কৃত আখতারুজ্জামানকে দলে নিল জামায়াত তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক: ‘ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে মাঠে’ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ, ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি

করোনার মাঝেও গতি আসছে, খোলছে বিভিন্ন প্রতিষ্ঠান

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
  • / 1483
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি এখনও ফুরিয়ে যায়নি। শেষ হয়নি কোটি কোটি মানুষের বন্দিদশাও। কিন্তু এরই মাঝে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় কিছু দেশ স্বাভাবিক হতে শুরু করেছে; ধীরে ধীরে খুলে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য।দেশের অর্থনীতি সচর রাখতেই মূলত নেয়া হচ্ছে এ পদক্ষেপ।

যে দেশটা থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ , তারাই শুরু করেছে প্রথম স্বাভাবিক জীবন।

চীন: উহানে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পরপরই বিশ্বে প্রথম দেশ হিসাবে লকডাউনে যায় চীন। বর্তমানে সংক্রমণ একক সংখ্যার ঘরে নেমে আসায় দেশটির বিভিন্ন শহরের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিছু শহরের লকডাউন প্রত্যাহারও হয়েছে। পর্যটকদের প্রিয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরীও খুলে দেয়া হয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা এবং শরীর চেকআপের মতো কিছু বিধি-নিষেধ এখনও কার্যকর আছে।

যুক্তরাষ্ট্র: চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য আংশিকভাবে খুলে দেয়া হবে। যদিও দেশটির কিছু শহরে এখনও করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে; তারপরও অর্থনীতির চাকা সচল ও মানুষের স্বাভাবিক জীবন ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

ভারত: ১৩০ কোটি মানুষের দেশ ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩ মে থেকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার লাগাম টানতে এই লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার দেয়া হয়েছে। তবে কম ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নতুন বেশ কিছু বিধি-নিষেধ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার।

অস্ট্রেলিয়া: পূর্ব-নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে জারিকৃত লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা দেশকে লেপের নিচে রাখতে পারি না। আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার।

মালয়েশিয়া: সোমবার থেকে মালয়েশিয়ার অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। তবে নাইটক্লাব কিংবা সিনেমা হলের মতো প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সিঙ্গাপুর: করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন আগামী ৫ মে থেকে শিথিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর দুই সপ্তাহ পর ১৯ মে থেকে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সংখ্যা বাড়লেও অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: সিএনএন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার মাঝেও গতি আসছে, খোলছে বিভিন্ন প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি এখনও ফুরিয়ে যায়নি। শেষ হয়নি কোটি কোটি মানুষের বন্দিদশাও। কিন্তু এরই মাঝে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় কিছু দেশ স্বাভাবিক হতে শুরু করেছে; ধীরে ধীরে খুলে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য।দেশের অর্থনীতি সচর রাখতেই মূলত নেয়া হচ্ছে এ পদক্ষেপ।

যে দেশটা থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ , তারাই শুরু করেছে প্রথম স্বাভাবিক জীবন।

চীন: উহানে করোনার উৎপত্তি নিশ্চিত হওয়ার পরপরই বিশ্বে প্রথম দেশ হিসাবে লকডাউনে যায় চীন। বর্তমানে সংক্রমণ একক সংখ্যার ঘরে নেমে আসায় দেশটির বিভিন্ন শহরের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। কিছু শহরের লকডাউন প্রত্যাহারও হয়েছে। পর্যটকদের প্রিয় বেইজিংয়ের নিষিদ্ধ নগরীও খুলে দেয়া হয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা এবং শরীর চেকআপের মতো কিছু বিধি-নিষেধ এখনও কার্যকর আছে।

যুক্তরাষ্ট্র: চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য আংশিকভাবে খুলে দেয়া হবে। যদিও দেশটির কিছু শহরে এখনও করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে; তারপরও অর্থনীতির চাকা সচল ও মানুষের স্বাভাবিক জীবন ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

ভারত: ১৩০ কোটি মানুষের দেশ ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ৩ মে থেকে শেষ হওয়ার কথা থাকলেও করোনার লাগাম টানতে এই লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার দেয়া হয়েছে। তবে কম ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। নতুন নতুন বেশ কিছু বিধি-নিষেধ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার।

অস্ট্রেলিয়া: পূর্ব-নির্ধারিত সময়ের আগেই দেশজুড়ে জারিকৃত লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা দেশকে লেপের নিচে রাখতে পারি না। আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া দরকার।

মালয়েশিয়া: সোমবার থেকে মালয়েশিয়ার অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। তবে নাইটক্লাব কিংবা সিনেমা হলের মতো প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সিঙ্গাপুর: করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন আগামী ৫ মে থেকে শিথিল করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর দুই সপ্তাহ পর ১৯ মে থেকে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের সংখ্যা বাড়লেও অচলাবস্থা কাটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: সিএনএন।