সিলেটের রবিয়ানীবাজার উপজেলায় এক তরুন খুন হয়েছেন।উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর এলাকায় শুক্রবার (১ মে) চাচাতো ভাইয়ের হাতে আব্দুল কাইয়ুম (১৯) নামের এই তরুণ নিহত হবার ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাইয়ুমের পরিবার ও তার চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়। এ ঘটনায় কাইয়ুমের আপন ভাই তাজ উদ্দিন, নাজিম উদ্দিনও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
তবে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে আনা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।