­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফুুজিরাহ পর্বের খেলা সম্পন্ন



জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত। গতকাল (শুক্রবার) ফুজিরাহ পর্বের খেলায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কান বনাম বাংলাদেশ কমিউনিটি ফুজিরা এবং বাংলাদেশ কমিউনিটি মোরব্বা বনাম বাংলাদেশ কমিউনিটি বিদিয়া।

ফুজিরা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু তপন সরকার। কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কনসুলেটের কন্সাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।

এছাড়া কনসুলেটের কর্মাশিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, দূতালয় প্রধান প্রবাস লামারাং, প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন, সহ কন্সুল্যেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, হাজী শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, মাজহার উল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব, আরশাদ হোসেন হিরু, অধ্যক্ষ হাবিবুর রহমান, জাহেদ মিয়া, মোমিন আহমদ, জাকির হোসেন সহ অনেকে।

খেলায় বাংলাদেশ কমিউনিটি খোরফাক্কান ৪-২ গোলে বাংলাদেশ কমিউনিটি ফুজিরাহের সাথে বিজয় লাভ করে এবং অপর খেলায় বাংলাদেশ কমিউনিটি মোরব্বা ৪-০ গোলে বাংলাদেশ কমিউনিটি বিদিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এসময় খেলায় সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি তোলে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন