প্রবাসিরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যান। খেলাধুলার মাধ্যমে যুবসমাজের নৈতিক উন্নয়ন ঘটে। সবসময়ে খেলাধুলায় থাকতে হবে বলেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তিনি গতকাল মংগলবার সিলেটের রামধায় ছালেহ আহমদ উজানঢাকি ৩য় মিডিয়ামবার ফুটবলের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় মুরব্বী হাজী বাবুল মিয়ার সভাপতিত্বে টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আরব আমিরাতস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ এ খেলা আগামিতেও ধারাবাহিজ রাখার কথা জানান।
অনুষ্ঠাবে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আরব আমিরাতের সভাপতি লুৎফুর রহমান, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, কবি ওয়ালি মাহমুদ, একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান, লেইছ উদ্দিন শান্ত, রোকনুজ্জামান সহ আরো অনেকে।