­
­
সোমবার, ১৯ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে কারাগারে: ইন্টেরিমের প্রতি শিল্পীদের ক্ষোভ ও তিরস্কার  » «   বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল  » «   বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «  

ছাত্রলীগের উদ্যোগে বিয়ানীবাজারে পথচারী ও রোগীদের মধ্যে ইফতার উপহার



দেশব্যাপী ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার ছাত্রলীগ উপজেলায় ইফতার বিতরণের কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার(৫ এপ্রিল) বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ এই ইফতার বিতরণ কর্মসূচি পালন করে। এসময় প্রায় ৬০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, পৌরশহরের মোকাম মসজিদের সামনের সড়কে  সাবিবদ্ধ ইফতার সামগ্রী নিয়ে দাড়িয়ে আছেন – হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ আসছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু বলেন, আমরা বঞ্চিত মানুষের হাতে ইফতারি পৌঁছাতে পেরে শুকরিয়া আদায় করছি। নিন্ম  আয় রোজগারে  মানুষেরা এরকম খাবার খাওয়া   অনেকটা দুঃসাধ্য হয় অনেক সময়। তাই আমরা তাদের নিয়েই রমজানের মহত্ত্বকে ভাগাভাগি করেছি।

এছাড়াও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে ইফতার উপহার বিতরণ করেন।

ইফতার পেয়ে খুশি শাহীন আহমদ জানান, রোজা রেখে কায়িকশ্রমের পর ক্লান্ত শরীরে ভালো ইফতার সাধ্যের বাইরে থাকায় আহারে জুটে না। এক গ্লাস পানি ও মুড়ি খেয়ে ইফতার করি। লোকমুখে শুনেছি বাজারে নাকি ইফতার দেয়। এসে পেলামও। আজকে তৃপ্তি নিয়ে ইফতার করবো।

ইফতার বিতরণকালে স্থানীয় ছাত্রলীগের তিন ইউনিটের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে ।আমরা বিয়ানীবাজার ছাত্রলীগ সবসময় দুর্বল এবং সাধারণ মানুষের পাশে আছি। আগামীতেও এ ধরণের মানবিক কার্যক্রমে ছাত্রলীগের সম্পৃক্ততা অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের সমন্বিত উদ্যোগে আয়োজন করা এই ইফতার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ শিপু, সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সাকেল ও সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদসহ ছাত্রলীগের তিন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন