ব্রিটেনে দুই দশক ধরে আইনি পেশা, কেসি সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে ১০ বছর, বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট, রাজনীতিক, মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীকে সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
১১ডিসেম্ববর লন্ডন বাংলা প্রেস ক্লাবে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির পক্ষে চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান ও সমন্বয়ক এম এ কুদ্দুসের দু’পর্বের অনুষ্ঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও হেলাল চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী এমদাদুল হক।
সংবর্ধিত ব্যাক্তিত্ব ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পদক তুলে দিতে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ট্রেজারার আহাদ কবির চৌধুরী ও হেলাল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলার ইকবাল হোসেন ভিপি, কাউন্সিলার কামরুল হোসেন মুন্না, সাবেক স্পীকার, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলার রেবেকা সুলতানা,কাউন্সিলার আসমা ইসলাম,লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহি সদস্য আহাদ চৌধুরী বাবু ক্রীড়া সংগঠক আব্দুর রহমান খান সুজা, দিলোয়ার হোসেন,জামাল আহমদ খান, রোমানা আমান, রোকসানা পারভীন জোসনা, গ্রেটার চারখাই ডেভলাপমেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী জয়নুল ইসলাম চৌধুরী, ট্রেজারার শহিদুর রহমান চৌধুরী মিনু, কিশোয়ার আনাম লিটন, এবং আর্থসামাজিক সংগঠন ই এইচ এন ও পিপুল নিড সাপোর্টের নেতৃবৃন্দ।