­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

বার্সেলোনায় মাদারীপুর সমিতির ঈদ পুনর্মিলনী



স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে রবিবার বার্সেলোনা শহরের উপকণ্ঠে পাহাড়-সমুদ্রে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশ পার্ক মনজুয়িক-এ এই ঈদ পুনর্মিলনী ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শফিক খান ও সাধারণ সম্পাদক শিহাব মিয়ার সার্বিক তত্ত্ববধানে সংগঠনের অন্যান্য সদস্যগণের সার্বিক সহযোগিতা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনস্যুলার সিনিয়র রামন পেদ্রো বেরনাউস। এছাড়া বার্সেলোনায় বসবাসকারী মাদারিপুর জেলার অতিথিবৃন্দের সাথে উপস্থিত ছিলেন স্পেনের গণমাধ্যম কর্মীবৃন্দসহ বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতি ব্যক্তিবর্গ।

মধ্যাহ্নভোজ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকতার শুরুতে অতিথিদের জন্যে দেশীয় খাবার ও মিষ্টান্ন সামগ্রি পরিবেশন করা হয়। প্রবাসের মাটিতে ঈদ-পরবর্তী সময়ে আয়োজন করা উক্ত অনুষ্ঠানে মহিলা ও শিশুদের বর্ণিল সাজে ও দেশীয় পোশাকে উপস্থিত হয়ে সবার সাথে কুশলাদি বিনিময় ও আনন্দ আড্ডায় মুখরিত ছিলো সারা বিকেল জুড়ে।
শিশু ও মহিলা সহ সবার জন্যে ছিলো বিশেষ খেলার আয়োজন। উক্ত খেলা শেষে বিজয়ীদের বিশেষ পুরষ্কারসহ খেলায় অংশগ্রহণকারীদের জন্যেও ছিলো পুরষ্কার।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টাসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সংগঠনের ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহনকারী অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের জন্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন