নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স এসোসিয়েশনে নেবট্রা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সাধারন সভা করেছে। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় ওল্ডামের গ্রিল রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মিজান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি এম জি কিবরিয়া। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক যোশী, গনি আহমেদ চৌধুরী, জুনায়েদ আহমেদ, মওদুদ আহমেদ, দেলোয়ার হোসেন শিবলী, শাহ কাইয়ুম, শাহ মোবাশ্বের আলী, খালেদ আহমেদ, শামীম আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সুমন, মিজানুর রহমান, আবুল হোসেন মামুন সহ অনেকে।
আলোচনা সভায় সাংবাদিকগণ সংগঠনের সহ সভাপতি আলমগীর হোসাইন এর রোগমুক্তি কামনায় দোয়া করা হয় এবং সংগঠনের কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী মার্চ মাসে একটি বড় পরিসরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।