প্রবাসে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিশ্বের মাঝে বাংলাদেশের পরিচয় বহন করে। সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের আচরণের মাধ্যমে ফুটে উঠে সরকারের ভাবমূর্তি। এসব প্রতিষ্ঠানে প্রবাসীদের হয়রানী করা হলে তা বরদাস্ত করা হবে না বইলে সাফ জানিয়ে দিয়েছেন আমিরাতে সফরে আসা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। আবুধাবী ম্যক্স কন্ট্রাক্টিং কোম্পানীর কর্ণধার ও আরব আমিরাত শ্রমিক লীগের সভাপতি মাহিমুদুল আলম বিবিসি’র উদ্যোগে স্থানীয় স্যান্ড মেরীন রেষ্টুরেন্টে মন্ত্রী ও তার সফর সঙ্গিদের সৌজন্যে দেয়া নৈশভোজে যোগ দিয়ে বাংলাদেশের মিশন, জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমান, ও বাংলাদেশ স্কুলের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন।
এসময় নীলফামারী পৌর মেয়র ও ম্যিনিউচুপাল এসোশিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক শরিয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, আবুধাবী বাংলাদেশ দূতাবাসের চার্স দ্যা এফার্স মিজানুর রহমান, বাংলাদেশে বিমানের কান্ট্রি ম্যানেজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, আবুধাবী বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান সহ দেশ থেকে আগত সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ জাতিসংঘ কর্তৃক আয়োজিত ওয়ার্ড আরবান ফোরামের ১০ সম্মেলনে যোগদিতে আমিরাতের রাজধানী আবুধাবীতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।