বয়স মাত্র ১৪ বছর, শৈশব ও কৈশোরের দুরন্তপনা থেমে গেছে দুরারোগ্য (Lymphoma) ক্যান্সারের কাছে। জীবন-মৃত্যুর আলো আবছা হিসেব কষছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রিফাতুল ইসলাম সায়েম। বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা এলাকার স্থায়ী বাসিন্দা খাইরুল ইসলামের ছেলে সায়েম। আর্থিক অসচ্ছল পিতা নিজের সর্বস্ব দিয়েও ছেলের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। স্থানীয় সামাজিক সংগঠন শ্রীধরা জনমঙ্গল সমিতির পাশাপাশি বিত্তবান স্বজনরা আর্থিক সহায়তায় এগিয়ে এলেও চিকিৎসা ব্যয়ের তুলনায় তা খুবই অপ্রতুল।
অবশেষে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক তত্বাবধানে সায়েমের চিকিৎসা চলমান রয়েছে। সায়েম ও তার পরিবারের হারিয়ে যাওয়া হাসি আবার ফিরিয়ে দিতে কাজ করছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল। সায়েম সুস্থ হয়ে দ্রুতই তার স্কুলে ফিরবে এই আশা ও দোয়া বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি, পরিচালক এবং সায়েমের শুভাকাঙ্ক্ষী সকলের।
উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ক্যান্সার হেল্প ডেস্ক-এর সার্বিক তত্বাবধানে প্রায় অর্ধশতাধিক ক্যান্সার রোগীগণ বিভিন্নভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করছেন।