সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই বিমান বন্দরে গত ৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশ থেকে দুবাই এয়ারলাইন্সে আসা প্রায় ১২৫ জন যাত্রী আটকে আছেন।
এ বিষয়ে দেশ থেকে আগত মুহাম্মদ আলমগীর নামে একজন যাত্রী থেকে জানা যায়, শুক্রবার রাতে ফ্লাই দুবাই এর চারটি ফ্লাইট করে আসা যাত্রীদের মধ্যে আটকা পড়েছেন প্রায় ১২৫ জন যাত্রী।
৮৫ হাজার টাকা দিয়ে ফ্লাই দুবাই করে এসেছেন বলে তিনি জানান । তিনি জানান হয়ত ভিসা স্ট্যাটাস রেড থাকার কারণে তাদের আটকানো হয়েছে । বাংলাদেশ থেকে আসার সময় তিনি সহ আটকে পড়া বাকীদেরও ভিসা স্ট্যাটাস গ্রিন ছিল না বলে জানান তিনি।
দেশ থেকে আসার পূর্বে যেখান থেকে টিকেট নিয়েছিলেন সেখান থেকে টিকেট এর সাথে আইসিএ এপ্রোভাল এর একটি প্রিন্ট আউট পেপার দেওয়া হয়েছিল। যেই পেপারটি বাংলাদেশের ইমিগ্রেশন কে দেখানোর পর দেশ থেকে আসার ছাড়পত্র দেয়া হয়েছিল তাদের। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের টিকেট নেওয়ার সময় আমিরাত প্রবেশে কোনো সমস্যা হবে না বলে তারা জানিয়েছিল। যে কারণে রেড সিগন্যাল থাকার পরও আমিরাতে এসেছেন তিনি। এছাড়াও তিনি বলেন আটকে থাকা যাত্রীদের সাথে দুবাই কনস্যুলেটের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। তিনি ছবি তুলেছেন এবং সবাইকে অপেক্ষা করতে বলেছেন।
ইতিমধ্যে গত ৮ অক্টোবর থেকে আমিরাত সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ঘোষণা এসেছে- আইসিএ এপ্রোভাল ছাড়া দুবাই বিমান বন্দর দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবেনা। প্রবাসীদের এ সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। ইতিমধ্যে আলমগীর নামে ঐ যাত্রী আবারো ফোনে জানিয়েছেন তাদেরকে রাতে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।