বাংলাদেশের ৫০ বছর পূর্তিকে বিলাতে স্মরণীয় করে রাখার জন্য বাংলা টাউনের প্রাণকেন্দ্র ব্রিকলেনে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে বিশেষ আর্টওয়ার্ক।
ব্রিকলেন ম্যুরাল নামে পরিচিত হবে এই আর্ট ওয়ার্কটি। এতে অভিবাসী বাংলাদেশীদের জীবন কাহিনী স্থান পাবে। বাংলাদেশী বংশোদভূত আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আর্টিস্ট মোহাম্মদ আলী এমবিই এই আর্ট ওয়ার্কটি ফুটিয়ে তুলবেন।
সোনালী ব্যাংকের উল্টদিকে বাংলা টাউন গেইটের ডানের পিলারের কাছে হোপটাউন স্ট্রীটের প্রবেশ মুখের বিশাল দেয়ালে এর অংকন কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের আগেই এর কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি এই দেয়ালটি পরিদর্শন শেষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ম্যুরালটি নির্মানের ঘোষনা দেন।
এসময় মেয়র বলেন, ব্রিকলেন সারা বিশ্বের কাছে পরিচিত এবং লন্ডনের অন্যতম আকর্ষনীয় স্থান।বাংলা টাউনের আর্চের কাছে এই ম্যুরালটি প্রতিষ্ঠিত হলে ব্রিকলেনের আকর্ষন যেমন বৃদ্ধি পাবে তেমনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের ৫০ বছর পূর্তিকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখবে।
মেয়র এই সময় বাংলা টাউন গেইটটি সংস্কারেরও ঘোষণা দেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই এর কাজও শুরু হবে বলে জানান।
ম্যুরালটির দায়িত্বপ্রাপ্ত শিল্পী মোহাম্মদ আলী এমবিই তার প্রতিক্রিয়ায় বলেন, স্ট্রীট আর্টে স্থানীয় বাসিন্দাদের জীবন কাহিনী ফুটিয়ে তুলতে আমি ভালবাসি। আমি চেষ্টা করবো এই ম্যুরালে ব্রিকলেনের আশে পাশের বাসিন্দা, মাইগ্রেশনের গল্প, বাংলাদেশী কমিউনিটি এবং তাদের গুরুত্বপূর্ণ বার্ষিকীর কথা ফুটিয়ে তুলতে।
তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ইমিগ্র্যাশন আমার ব্যক্তিগত বিষয় তথা আমার নিজের উৎস। আমি সবসময়ই শহরের আলোকজ্জ্বল পটভূমিতে এই উৎসের গল্প বলতে চাই। এখানেও এই চেষ্টাই করবো।
ম্যুরালের স্থান পরিদর্শনকালে মেয়রে সাথে আরো উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার মতিনুজ্জামান, কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলার সাবিনা আক্তার এবং ওয়ার্ড কাউন্সিলার সাদ চৌধুরী।