সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবী ও তাকে হয়রানির প্রতিবাদে ২ জুলাই সোমবার লন্ডন সময় বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং ভয়েস ফর জাস্টিসের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরী।
যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার, কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিদওয়ানুর রহমান, যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, সৈয়দ আনোয়ার, অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী, সমাজকর্মী ঝর্ণা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাজু চৌধুরী সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সিলেট এয়ারপোর্টে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীর কাছে ঘুষ দাবি ও তাকে লাঞ্ছনার নিন্দা জানান। একই সাথে দেশের সকল এয়ারপোর্টে সকল প্রকার হয়রানি বন্ধ করে প্রবাসীবান্ধব যাত্রীসেবা নিশ্চিতের দাবী জানান। জামিলা চৌধুরীর ঘটনায় অভিযুক্ত দু’জন অফিসারের স্থায়ী বহিষ্কারের দাবীও জানানো হয় মানববন্ধন থেকে।