­
­
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া  » «   বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা, খরচ কত?  » «   অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে কারাগারে: ইন্টেরিমের প্রতি শিল্পীদের ক্ষোভ ও তিরস্কার  » «   বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল  » «   বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «  

স্পেনে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত



স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় প্রবীণ কমিউনিটি নেতা ও বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের উদ্যোগে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে এক ব্যাতিক্রমী নৈশভোজ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির রাজধানী মাদ্রিদে মঙ্গলবার (৬ জুলাই) স্থানীয় সময় রাতে বাংলাদেশীদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে এই নৈশভোজের আয়োজন করা হয় ।
কোরোনার কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় লোকডাউন আর নানা বিধি নিষেধে থমকে গিয়েছিলো প্রবাসীদের স্বাভাবিক জীবন যাত্রা।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্পেনে ফিরেছে প্রাণের স্পন্দন। আর এই সুযোগে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ নিয়ে আয়োজন করা হয় এই  নৈশভোজের।  নৈশভোজ আয়োজন নিয়ে খোরশেদ আলম মজুমদার বলেন, স্পেনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির মানুষদের রয়েছে দীর্ঘ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যা  করোনার কারণে অনেকটা ভাটা পড়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এই আয়োজন।
প্রবাসে সবাই মিলে-মিশে থাকতে আনন্দ আয়োজনের বিকল্প নেই। এবং এতে করে হৃদ্যতাও বাড়ে।মূলত এই কারণে নিয়মিত গেট-টুগেদারের আয়োজন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক,  সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হোসেন মনু, আব্দুল কায়ূম মাসুক, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি  সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, গ্রেটার এসোসিয়েসন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি,ঢাকা জেলা এসোসিয়েশন সি স্পেনের সাধারণ মাসুদুর রহমান, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলামন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, কমিউনিটি নেতা রফিক খান, জাহিদুর রহমান দিদার, জসিম কাজী, শাওন আহমদ, আবু বক্কারসহ কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরিবার-পরিজন ছাড়া প্রবাসে এসব উৎসব কেবলই আনুষ্ঠানিকতা। তাই বেদনা ভরা মন প্রতিনিয়তই কিছু না কিছুতে আক্ষেপ ঘোচানোর চেষ্টা করে। তাই এরকম মিলনমেলা ও আনন্দ আয়োজনগুলো প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ করে দেয়। প্রবাসী বাংলাদেশিরাও এতে মেতে ওঠেন অনাবিল আনন্দে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন