নেত্রকোণার কলমাকান্দায় ৭ দিন ধরে জিন এক্স-পার্ট ল্যাবরেটরিতে করোনা ভাইরাস ও যক্ষা পরীক্ষা বন্ধ থাকার খবর পাওয়া গেছে। কি কারণে বন্ধ আছে ? তাও সঠিকভাবে বলতে পারছেন না কর্তৃপক্ষ! জেনেক্সপার্ট মেশিন চালু থাকাকালীন প্রতিদিনই অল্প সময়ে মধ্যেই করোনা ও যক্ষা পরীক্ষার ফলাফল পাওয়া যেতো ।
সোমবার (০৭ জুন) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গেলে এর সত্যতা পাওয়া যায়। ওই ল্যাবরেটরিতে যক্ষা পরীক্ষা বন্ধ থাকলেও হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ অব্যাহত আছে। যা পরে জেলার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হচ্ছে । এতে করে ফলাফল পেতে ৩ থেকে ৫ দিন সময় লেগে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নেত্রকোনা জেলার কলমাকান্দা ও কেন্দুয়া উপজেলায় একটি করে জিন এক্স- পার্ট ল্যাবরেটরি স্থাপন করা হয় । কলমাকান্দায় চলতি বছরের গত ০২ মে থেকে জেনেক্সপার্ট মেশিনে প্রথমে যক্ষ্মা পরীক্ষা চালু, পরে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে পিসিআর মেশিনে একটি পরীক্ষা করতে ৮ ঘণ্টা সময় লাগে, সেখানে এ পদ্ধতিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগে এবং ৪৫ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়। পজিটিভ রোগীর ফলাফল ৩০ মিনিটেও পাওয়া সম্ভব। জেনেক্সপার্ট পদ্ধতিতে তুলনামূলক ভাবে অল্প সময়ে ফলাফল পাওয়া যায়। তাই হাসপাতালে মারাত্মক অসুস্থ রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখছিল জেনেক্সপার্ট মেশিন। সচেতন মহল আশা করছেন অতিদ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবেন কর্তৃৃপক্ষ।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন জিন এক্স-পার্ট ল্যাবরেটরিতে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কি কারনে মেশিনের সমস্যা সৃষ্টি হয়েছে। টেকনিশিয়ান এসে দেখলে পরে জানা যাবে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা এ হাসপাতালে অল্প সময়ে পরীক্ষা করতে পারবো। তবে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ অব্যাহত আছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে আমরা পাঠিয়ে দিচ্ছি।