আজ শনিবার ১৩ জূলাই বিয়ানীবাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ উপজেলার সকল ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা পুলিশের কাজ। থানায় কোন ধরণের ঘুষ দুর্নীতি চলবে না। বিনা পয়সায় জিডি ও মামলা রেকর্ড করা হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার বিয়ানীবাজার থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিদের চিরতরে নির্মূল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, ইউএনও কাজী আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া প্রমুখ।
এ সময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর, ওসি (তদন্ত) জাহিদুল হকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।