ইনিষ্টিটিউট ভারানাসির শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ও সাংবাদিকতা বিষয়ক ১৪ দিনের কর্মশালা শুরু হয়েছে নাপোলিতে। নাপলীর পালমা কাম্পানিয়ায় শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন দেশের গুরুত্বপূর্ন বিষয়ের উপরও আলোচনা করা হয়। নাপলীর পালমা কাম্পানীয়ার জনপ্রিয় পত্রিকা পাপাগাল্লো এই কর্মশালার আয়োজন করে।
ইতালীয়ান ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহন করে।
বাংলাদেশের সাংবাদিকতা, রাজনীতি ও সমাজসহ বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয় ।বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি ও বাংলা টিভির ইতালি ব্যুরো প্রধান সাংবাদিক শাওন আহমেদ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ন আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
কর্মশালায় শিক্ষার্থীরা বাংলাদেশ, এবং বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির ব্যপারে গুরুত্বারোপ করেন। এ কর্মশালা আরো ৭ দিন চলবে এবং বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের জন্যও আহ্ববান জানান কর্মশালা কর্মকর্তারা।