ইতালি বি এন পির বিরুদ্ধে ইতালি আওয়ামী লীগ কর্তৃক ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা।
রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে” বর্তমান সময়ে বিশেষ করে করোনাকালীন এই অবস্থাতেও আওয়ামী লীগের দুর্নীতির চিত্রগুলোর ভয়াবহতা দেশকে ছাপিয়ে প্রবাসেও নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রবাসীদের কষ্টার্জিত এই সম্মান আজ ধূলায় ভুলুন্ঠিত হয়েছে। অথচ তারাই উল্টা বি এন পিকে হুমকি ধামকি দেয়।
নেতৃবৃন্দরা স্পষ্ট করে বলেন” ইতালি বি এন পিকে চোখ রাঙানি দেখিয়ে দুর্নীতি ও দালালদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করাতে পারবেনা। দেশ ও জাতির মঙ্গলার্থে বি এন পি সব সময়ই কাজ করে যাবে। এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদ কবীর, ফিরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক কামরুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা।
সাংবাদিক দের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন ইতালি বি এন পির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটনের বক্তব্য কে ঘিরে যেভাবে ঢালাও ভাবে বি এন পিকে কটুক্তি করা হচ্ছে, তা মূলত তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঢাকারই ব্যর্থ চেষ্টা। যা এখানে অবস্থান রত প্রবাসীরা সকলেই অবগত।
পুশব্যাক করা যাত্রীদের বিষয়ে দলের সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন” এটা রাষ্ট্রদূতের ব্যর্থতা । এবং এই যাত্রী দের সকল দায় দায়িত্ব তাদের ই নিতে হবে।”
করোনা কালীন এই সময়ে সকল জাতীয়তাবাদী কর্মী কে ঐক্যবদ্ধভাবে বৈধতা প্রত্যাশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, ইতালি বিএনপির সহ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আমিন বিশ্বাস, রোম মহানগর বিএনপির এন পির সিনিয়র সহ সভাপতি মৃধ্যা সিরাজুল ইসলাম, ইতালি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক চুন্ন মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব লিটন, সহ স্বাথ্য বিষয়ক সম্পাদক খান শামীম, রোম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সাবেক সহ সভাপতি পাভেল আহমেদ তুহিন ও আহমেদ কবির।