
বৃটিশ চ্যারেটি কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত চ্যারেটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ৮৮০ জন অসচ্ছল ও প্রতিবন্ধীর মধ্যে ঈদ উপহার হিসেবে ৯ লক্ষ টাকা বিতরণ করা হবে। শনিবার (৮ মে) বিকাল আড়াই টায় উপজেলা সদরের স্থানীয় ইউসুফ কমপ্লেক্সে পৌরসভার প্যানেল মেয়র ও ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানের নিকট অসচ্ছল ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণের জন্য এসব নগদ অর্থ আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হচ্ছে।ঐদিন শুধুমাত্র পৌর এলাকার ৮০ জন ব্যক্তির মধ্যে সরাসরি ঈদ উপহার হস্তান্তর করা হবে।
এছাড়া বাকী ১০ টি ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধায়নে স্ব স্ব এলাকায় এ ঈদ উপহার বন্টন করার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মো; দেলোয়ার হোসেন , সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন ঈদ উপহারের এ মহতি কার্যক্রমে অর্থ প্রদান করার জন্য ট্রাস্টের কর্মকর্তা,সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।