গত ৬ অক্টোবর রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথ লন্ডন শাখার সম্মেলন ক্রয়ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অুষ্ঠিত হয়েছে । সাউথ লন্ডন আওয়ামী লীগের সভাপতি সেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সেলিমের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক।
অনুষ্ঠানে তুফেল আহমদ শিমুল কোরআন তেলাওয়াত করেন। সম্মেলনের শুরতে বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে নিহত শহীদদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য ও লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, হরমুজ আলী, নুরুল হক লালা মিয়া, কাউন্সিলার শফি খাঁন, নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবাহ, শাহ শামিম, সারব আলী, আনসার মিয়া, হাবিবুর রহমান হাবিব, লুৎফুর রহমান সাহিদ ও আলতাউর রহমান মুজাহিদ।
এছাড়াও ক্রয়ডনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক তালুকদার, এনামুল করিম খাঁন, আনোয়ার হুসেন বাচ্চু, তওয়াহিদ আলী, আব্দুল মতিন তালুকদার, হাফিজুর রহমান, আব্দুর রউফ চৌধুরী, আজাদ আলী ও নুর আলী প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলার সেরওয়ান চৌধুরীকে সভাপতি ও নাজিমুল হক নজমুলকে সাধারণ সম্পাদক করে সাউথ লন্ডন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকশাজিদুর রহমান ফারুক।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন তয়াহিদ আলী, মোহাম্মদ ইউসুফ সেলিম, রশীদ আলী, আব্দুর রউফ চৌধুরী, হাফিজুর রহমান, সেলিম আহমদ, নুর আলী, সারওয়ার হোসেন খান, অবুল হোসেন ওদুদ, সেলিম আহমদ, আব্দুল মতিনথালুকদার, এনামুল করিম খাঁন সেলিম, শামীম চৌধুরী, বেলাল আহমদ, ফয়সল আহমদ, সামসুল হক শাহ আলম, তুফেল আহমদ শিমুল, আব্বাস উদ্দিন হাজারি, আনোয়ার হোসেন বাচ্চু, জাহাঙ্গীর খাঁন, চান মিয়া, বাবলু খাঁন, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, কুতুব উদ্দিন হাজারী, আমিনুল ইসলাম পাটোয়ারী, আবু সাঈদ কাসিম, কাজি ওয়াহিদুর রহমান, সোহাগ চৌধুরী, জুয়েল মিয়া, আব্দুল হাই ভূইয়া, নুর আহমদ, সবুজুল আলী, এ বি এম আমিনুল হক, মুক্তার আহমদ, আবুল কাহের, ফয়সাল আবু নাসের, রাসেল মজিদ, আজিম আহমদ, আব্দুল লতিফ মছনু, মাহবুব আহমদ , আওলাদ মিয়া, কাউন্সিলার সিরাজুল ইসলাম জেপি, কয়সর জামান ও আব্দুল বাছিত তালুকদার।