­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

লেবাননের পরিস্থিতি ভয়াবহ: প্রবাসী বাংলাদেশীরা আংতকের মাঝে



লেবাননের পরিস্থিতি দিন দিন ভয়বহতার দিকে যাচ্ছে, প্রবাসী বাংলাদেশীরা তাই আংতকের মাঝে জীবন যাপন করছে। দীর্ঘ ১৮ মাস ধরে চলছে এই বিক্ষোভ, একের পর এক আন্দলোন সব মিলিয়ে লেবানন অসহায় প্রবাসী বাংলাদেশীরা ভালো নেই, অনেক কষ্টের মাঝে জীবন যাপন করছে ।

লেবানন প্রবাসী বাংলাদেশীরা ধৈর্য হারা হয়ে গেছে, না পারছেন দেশে যেতে না পােছে কাজ করে বাবা মাকে টাকা পাঠাতে। পিতা-মাতা-স্বজনরা অপেক্ষায় আছে, কখনেলেবানন প্রবাসীরা ফিরে আসবে, আবার অন্যদিকে প্রবাসীরা আশায় আছে আবারও ফিরবে লেবননের পুরনো সেই দিন।

এদিকে, টানা ছয় দিন (রবিবার পর্যন্ত) থেকে লেবাননে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব দায়িত্ব থেকে নিজে অব্যাহতি নেয়ার কথা বলেছেন । এতে বিক্ষোভ আরো জোরদার হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টায়ার ও আসবাবাপত্রের টুকরায় আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের প্রতিবাদে বৈরুতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। মূলত ডলারের বিপরীতে লেবানিজ মুদ্রার মান আশঙ্কাজনক হারে কমে যাওয়ার জেরে এই বিক্ষোভের সূত্রপাত।
লেবাননের রাজধানীতে ব্যাংকিং সমিতির সামনে বিক্ষোভকারীদের একটি ছোট্ট দল তাদের আমানত পাওয়ার দাবি জানিয়েছে। নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশের জন্য তারা সেখান থেকে পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু করে।আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মার্টারস স্কয়ারে অন্তত ৫০ জন বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

একজন বিক্ষোভকারী কেঁদে কেঁদে বলেন, আমাদের প্রত্যেকের ঘাড়ের ওপর চার-পাঁচজন সন্তানের ভরণপোষণের দায় আছে। এছাড়া পরিবারে বাবা-মা তো আছেই। তাদের (দুর্নীতিবাজ রাজনীতিবিদ) উচিত আমাদের খাওয়ানোর দায়িত্ব নেওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন