বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে আগেও সরকার হটিয়েছে যুক্তরাষ্ট্র, তার কী ফল হয়েছিল?  » «   ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের  » «   আয়াতুল্লাহ আলি খামেনি কে, কেন এত গুরুত্বপূর্ণ?  » «   ‘ইরান আত্মসমর্পণ করবে না’ : জাতির উদ্দেশে খামেনির ভাষণ  » «   ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, সংলাপে ফিরে জামায়াত বললো-ইউনূস ‘নিরপেক্ষতা’ হারিয়েছেন  » «   ইরান-ইসরায়েল সংঘাত : রাশিয়া কোন পক্ষে?  » «   নির্বাচন হলেই তাদের বিপদ: জামায়াতকে ফখরুলের কটাক্ষ  » «   দশ মাস পরও ভাঙ্গা হচ্ছে ভাস্কর্য, ‘অঞ্জলি লহ মোর’ নিয়ে সমালোচনার ঝড়  » «   আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গা শরণার্থীরা  » «   লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস  » «   “মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত  » «   আমিরাতে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটি : পাবেন প্রবাসীরাও  » «   আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি  » «   মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি  » «   তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন  » «  

লেবাননের পরিস্থিতি ভয়াবহ: প্রবাসী বাংলাদেশীরা আংতকের মাঝে



লেবাননের পরিস্থিতি দিন দিন ভয়বহতার দিকে যাচ্ছে, প্রবাসী বাংলাদেশীরা তাই আংতকের মাঝে জীবন যাপন করছে। দীর্ঘ ১৮ মাস ধরে চলছে এই বিক্ষোভ, একের পর এক আন্দলোন সব মিলিয়ে লেবানন অসহায় প্রবাসী বাংলাদেশীরা ভালো নেই, অনেক কষ্টের মাঝে জীবন যাপন করছে ।

লেবানন প্রবাসী বাংলাদেশীরা ধৈর্য হারা হয়ে গেছে, না পারছেন দেশে যেতে না পােছে কাজ করে বাবা মাকে টাকা পাঠাতে। পিতা-মাতা-স্বজনরা অপেক্ষায় আছে, কখনেলেবানন প্রবাসীরা ফিরে আসবে, আবার অন্যদিকে প্রবাসীরা আশায় আছে আবারও ফিরবে লেবননের পুরনো সেই দিন।

এদিকে, টানা ছয় দিন (রবিবার পর্যন্ত) থেকে লেবাননে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব দায়িত্ব থেকে নিজে অব্যাহতি নেয়ার কথা বলেছেন । এতে বিক্ষোভ আরো জোরদার হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টায়ার ও আসবাবাপত্রের টুকরায় আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের প্রতিবাদে বৈরুতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। মূলত ডলারের বিপরীতে লেবানিজ মুদ্রার মান আশঙ্কাজনক হারে কমে যাওয়ার জেরে এই বিক্ষোভের সূত্রপাত।
লেবাননের রাজধানীতে ব্যাংকিং সমিতির সামনে বিক্ষোভকারীদের একটি ছোট্ট দল তাদের আমানত পাওয়ার দাবি জানিয়েছে। নিজেদের ক্ষোভ ও হতাশা প্রকাশের জন্য তারা সেখান থেকে পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা শুরু করে।আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মার্টারস স্কয়ারে অন্তত ৫০ জন বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

একজন বিক্ষোভকারী কেঁদে কেঁদে বলেন, আমাদের প্রত্যেকের ঘাড়ের ওপর চার-পাঁচজন সন্তানের ভরণপোষণের দায় আছে। এছাড়া পরিবারে বাবা-মা তো আছেই। তাদের (দুর্নীতিবাজ রাজনীতিবিদ) উচিত আমাদের খাওয়ানোর দায়িত্ব নেওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন