সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
পূরণ হলোনা নিজের সুখ, সেই সাথে পরিবারের দেশ ও দশের। ইউরোপ দেশে পাড়ি দেয়ার পথে বরফ সমাধি হতে হলো তাকে। হতভাগা এ যুবকের নাম জামিল। জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ নিশ্চিত করেছেন মৃত্যুর বিষয়টি।
তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামে। মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে জামিল আহমদ (৩৮) ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় মারা যায়। রোববার সকালে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌছে।
পারিবারিক সূত্র জানায়, জামিল প্রায় ৪ বছর পূর্বে বাংলাদেশ থেকে পাড়ি জমান ওমানে। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে সড়ক পথে তুরস্কে। কিন্তু সেখানে সমাধি হল জামিলের। বরফ পথে প্রচন্ড ঠান্ডায় ঘটে এ মৃত্যুর ঘটনা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন