সিলেটের গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবীর নতুন কর্মস্থল গোলাপগঞ্জে যোগদান করেছেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিদায়ী ইউএনও মামুনুর রহমানকে শুভেচ্ছা জানান এবং কর্মস্থলে যোগদান করেন।
এদিকে বিদায়ী ইউএনও মোহাম্মদ মামুনুর রহমান ২৩ ডিসেম্বর ছাতক উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
উল্লেখ্য (২৯ নভেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের (এনডিসি) মো. মশিউর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বদলীর আদেশের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। একই আদেশে ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বরে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির যোগদান করে ছিলেন। তিনি ছাতকে যোগদানের পর জেলা শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।
এদিকে বিদায়ী ইউএনও মামুনুর রহমান ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। মামুনুর রহমান গোলাপগঞ্জের ইউএনও থাকালীন অদ্যবধি সর্ব মহলে একজন স্বচ্ছ এবং ভাল ইউএনও হিসেবে সমাদৃত হয়েছেন।