চট্রগ্রামের বোয়ালখালী উপজেলা কালুরঘাট -মনসারটেক জাতীয় মহাসড়ক এর দুই পাশের সকল অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয় । উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে ।
গতকাল সকাল ১০:০০ টা থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দুই সপ্তাহ আগে থেকেই অবৈধ স্থাপনার মালিকদের গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করা হয়। আজ সকাল থেকেই দেখা যায় বেশিরভাগ স্থাপনা সরিয়ে নিচ্ছেন অবৈধ ব্যবহারকারীরা। অভিযানে মিলিটারি পোল এলাকা থেকে কালুরঘাট সেতুর পূর্ব পাড় পর্যন্ত প্রায় ৫ শতাধিক দোকান, কমিউনিটি সেন্টার, শিল্প প্রতিষ্ঠান এর বর্ধিত অংশ উচ্ছেদ করা হয় । দিনব্যাপী এই অভিযানে মিলিটারি পোল, শাকপুরা বাজার, ফুলতল বাজার, পেতন আউলিয়ার গেট, কালুরঘাট বাজার সংলগ্ন প্রায় ৩ শতাধিক একর সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধার করা হয়।
অভিযান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বায়ীত্ব পালন করেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ এর পটিয়া উপবিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী উপ সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা সহ বিপুল সংখ্যক কর্মচারী। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এস আই নেছার এর নেতৃত্বে বোয়ালখালী থানার একটি টিম। এছাড়াও অবৈধ স্থাপনা সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালখালীর সদস্যরা।