সিলেটের গোলাপগঞ্জে ” নারী -পুরুষ মাস্ক পড়ি, স্বাস্থ্যসম্মতভাবে পূজা উদযাপন করি” স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ মডেল থানার উদ্যোগে আয়োজিত সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এসআই আশীষের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইসচেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক আবুল কাশেম, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, ভাদেশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক প্রভাষক রজত কান্ত দাস, ইউপি সদস্য সেলিম আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনাসরের ইউনিয়ন পরিষদের লিডার মামুন আহমদ সহ উপজেলার ৫৮ টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।