­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম  » «   দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «  

গোলাপগঞ্জের সড়ক সংস্কারের এক বছরের মাথায় ভাঙন



সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরই উনিয়নের শেখপুর-গোয়াসপুর- নিয়াগুলরাস্তার গোয়াসপুর অংশে সংস্কারের এক বছরেরমাথায় ভাঙন দেখাদিয়েছে ।
জানা যায়,চলতি বর্ষামৌসুমের মধ্যভাগে এসেআকস্মিক ভাবে এইরাস্তার গোয়াসপুর বাজারহতে একশ মিটার দূরেমধ্য অংশে রাস্তার বড়একটি অংশ ধ্বসে চলেযায় পার্শ্ববর্তী পুকুরে।ফলে কয়েকমাস ধরেঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন । কর্তৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও ভাদেশ্বর ইউনিয়নের কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কের এই অংশের পূর্ণ সংস্কার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এলাকাবাসী বলছেন দ্রুতসংস্কার না করলে যে কোন সময় এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এব্যাপারে ভাদেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণসম্পাদক জিল্লুর রহমান জানান, এই সড়কের ভাঙনের বিষয়েউপজেলা ইঞ্জিনিয়ারকে অবগত করা হলে তিনি জানিয়েছেন পরবর্তীসংস্কারের সাথে এই অংশের কাজ করা হবে।কিন্তু আরো সামন্য বৃষ্টিহলেই পুরো রাস্তা ধ্বসে যাবে। স্থানীয় বাসিন্দা সমাজ সেবক আলহাজ্ব নুরুল আম্বিয়া জানান,এই রাস্তা দ্রুত মেরামত করা জরুরী। অন্যতায় সরকারের এত টাকা ব্যয় করে নির্মিত উন্নয়ন প্রকল্প থেকে জনগণ বঞ্চিত হতে হবে। আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান জানান, রাস্তার পাশে পুকুর থাকায় এবংবন্যার কারণে নিচের মাটি সরে যাওয়ায় রাস্তাটি ধেবে গেছে। অন্যদিকে আমাদের কাছে এ ধরনের ফান্ড না থাকায় তড়িৎ রাস্তার কাজ করা যাচ্ছে না । তবে রাস্তার পাশে গার্ডওয়াল সহ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানিয়েছেন তিনি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন