দুই তরুণ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীর যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত এর গ্রীণসিটি আল আইন সানাইয়া এলাকায় উদ্বোধন করা হয়েছে আরবিয়ান এবং এশিয়ান খাবারের বেষ্ট কেয়ার রেষ্টুরেন্ট।
২ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় পবিত্র কোরআন খতম এর মাধ্যমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফিতা কেটে এই নতুন রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন দুই তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পরিচালক এম. এ. খায়ের নিজামী এবং আবু হায়দার মাহের খান | সাথে ছিলেন উক্ত প্রতিষ্ঠানের লোকাল স্পন্সর আব্দুল্লাহ সাঈদ আব্দুল্লাহ নেহাইল আল আরইয়ানি ও একাব মোহাম্মদ মোবারক হামদান আল মানছুরী প্রমুখ |
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, সোহেল হোসেন খান, সাইফুল ইসলাম ইয়াহিয়া, সাংবাদিক সনজিৎ কুমার শীল, সরওয়ার উদ্দীন রণি, আরিফুর রহমান বাবু, আলীনুর রহমান খান, মিজানুর রহমান, আনোয়ার হোসেন জিল্লু, মোহাম্মদ আবদুল্লাহ ও কামাল হোসেন সহ অনেকে।
করোনা পরিস্থিতিতে সমগ্র পৃথিবী যখন নানা অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। ঠিক সেই সময়েও আরব আমিরাতে তাদের পরিকল্পিত ও সমন্ধিত পরিকল্পনার মধ্য দিয়ে সংকট কাঠিয়ে উঠতে চেষ্টা করছে।
সংযুক্ত আরব আমিরাত এর গ্রীণসিটি আল আইন সানাইয়া এলাকায় প্রবাসী বাংলাদেশিরা সু-স্বাধু , নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে বেষ্ট কেয়ার রেষ্টুরেন্ট যাত্রা শুরু করেছে বলেছেন দুই তরুণ পরিচালক এম. এ. খায়ের নিজামী এবং আবু হায়দার মাহি।
তারা জানিয়েছেন, বেষ্ট কেয়ার রেষ্টুরেন্ট এ বিভিন্ন রকমের বিরিয়ানী ,শর্মা ,পরোটা ,চা ,কফি ,নানা রকম জুস্ সহ প্রায় ২০০ এর বেশি আইটেম এর খাবারের সমাহার রয়েছে|