সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা  » «   ‘ভুইফোঁড়’ সংগঠনের দাবিতে গ্রাফিতি সরানো হল কেন? সমাবেশে প্রশ্ন  » «   সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়  » «   ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড  » «   প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে: সলিমুল্লাহ খান  » «   বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন  » «   শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন নাসির-খালেদ কামালী , রানার্স আপ শেখ তানভীর- সাজ্জাদ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সফল ভাবে সম্পন্ন হয়েছে। ১ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের পপলার লেজার সেন্টারে দুপুর ১২টায় উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো: দিলওয়ার হোসেন।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পরিচালনায় ২৭ দলের অংশগ্রহণে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মিছবাহ মাসুম, UBA এর সিইও হারুন রাজা, হোয়াইটচ্যাপল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি সুয়েজ মিয়া প্রমুখ।

একই দিন সন্ধা ৮টায়  টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন    পপলার ও লাইমহাউজ থেকে নির্বাচিত  বাংলাদেশী-বৃটিশ বংশদ্ভুদ   আফসানা বেগম এমপি।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে  আফসানা বেগম এমপি  গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে  বলেন, খেলাধুলা যুব সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। এরকম  আয়োজন   ধারাবাহিক ভাবে করলে সমাজ উপকৃত হবে।

সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লীড মেম্বার অফ কালচার এন্ড স্পোর্টস কামরুল হাসান মুন্না, কাউন্সিলর হারুন মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, সাবেক কাউন্সিলর তারেক খান, শাহ সোহেল আমিন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সুয়েজ মিয়া, আব্দুল কাদির মুরাদ, সংগঠনের উপদেষ্টা ফারুক আলী, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য মকছুছ আহমেদ জোয়ারদার, মিছবাহ মাছুম, আব্দুস শুকুর, নজরুল ইসলাম, মুহি মিকদাদ, সুহান, জাহাঙ্গীর, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার, সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিবু আহমেদ, জুনেদ আহমেদ, ফয়সল আহমেদ, রুবেল, মুন্না সহ শতাধিক ব্যাডমিন্টন প্রেমি দর্শক।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন নাসির-খালেদ কামালী জুটি , রানার্স আপ শেখ তানভীর- সাজ্জাদ জুটি।
তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন তুহিন-জুহেল জুটি ও আল আমিন -সুহেদ জুটি। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

খেলায় বাংলাদেশী খেলোয়াড় ছাড়াও পাকিস্থানী বংশভূত খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহণ করেন। খেলার স্পন্সর হিসাবে ছিলেন মাহি এন্ড কোং, হোম ট্রেডার্স, এস আর কন্সট্রাকশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন