ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপুত্র ও পুত্রবধু। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ‘দ্যা ডিউক এন্ড ডাচেস অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এন্ড কেট’- ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন আসলে তাকে স্বাগত জানান মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
প্রিন্স উইলিয়াম এন্ড কেট এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। তারা লকডাউন চলাকালিন সময়ে নিডি মানুষদের সহায়তার জন্য মসজিদ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
ন্যাশনাল ইমার্জেন্সি ট্রাস্টের পেট্রন হচ্ছেন- ডিউক। এই ট্রাস্ট কোভিড নাইটিং এর মহামারির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় তারা কভিড ১৯ এর দুর্যোগময় মুহুর্তে মুসলিম কমিউনিটির সহায়তা নিয়ে জরুরী সেবা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি, দাফন কার্যক্রম, খাবার সর্বরাহ, স্বাস্থ্যকর খাবারের ফ্যাসিলিটি, ঔষধ সররাহ ও পরামর্শ তুলে ধরেন।
ডিউক এবং ডাচেস মসজিদের কর্মকতাদের কথা শুনেন এবং তারা করোনাকালিন কঠিন সময়ে, কঠোর পরিশ্রমের মানুষের পাশে থাকার জন্য অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র ইমাম মোহাম্মদ মাহমুদ, ডায়রেক্টর দেলোয়ার হোসেন খান। মসজিদের কার্যক্রম তুলে ধরেন আসাদ জামান এবং সুফিয়া আলম।
পরিদর্শন শেষে ডিউক এবং ডাচেসকে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের মৌছাক থেকে নেয়া খাঁটি মধু উপহার দেয়া হয়।
করোনা মহামারির শুরু থেকে ইস্ট লন্ডন মসজিদ নানা সচেতনামূলক কাজ বিশেষ করে কোভিড নাইটিং এ মৃতব্যক্তিদের দাফন প্রক্রিয়া সহ বিভিন্ন সেবার মাধ্যমে কমিউনিটির মানুষের পাশে থেকে প্রসংশনীয় ভূমিকা পালন করে আসছে।