­
­
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া  » «   বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা, খরচ কত?  » «   অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে কারাগারে: ইন্টেরিমের প্রতি শিল্পীদের ক্ষোভ ও তিরস্কার  » «   বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল  » «   বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «  

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে’র সেলাই মেশিন মাস্ক ও সাবান বিতরণ



আবুতাহের লিপু বড়‌লেখা প্রতিনিধি 

মৌলভীবাজারের বড়‌লেখার‌ পৌরসভা মিলনায়ত‌নে লন্ডনস্থ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউকে এর উ‌দ্যো‌গে ১৫ জন দুস্থ ম‌হিলা‌দের মা‌ঝে সেলাই মি‌শিন বিতরণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়ত‌নে রেজাউল ইসলাম মিন্টু’র সঞ্চালনায় বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ‌কে’র সভাপ‌তি সু‌হেল রহমা‌নের সভাপতিত্বে সেলাই মে‌শিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম্যান সো‌য়েব আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বড়‌লে‌খা পে‌ৗর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উ‌দ্দিন, জেলা প‌রিষ‌দের সদস্য ও প্যানেল চেয়ারম্যন আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান রে‌হেনা বেগম হাসনা, বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর উপ‌দেষ্টা ৪ নং উত্তর শাহবাজপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আহমেদ জুবা‌য়ের লিটন, ডাক্তার নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড‌ কাউ‌ন্সিলর ক‌বির আহমদ, সাংবা‌দিক ইকবাল হো‌সেন স্বপন, লিটন শরীফ, মিফতা আহ‌মেদ রিটন, মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌জেলা চেয়ারম্যান সো‌য়েব আহমদ বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে দুস্থ  ও আর্ত মানবতার কল্যা‌ণে এ‌গি‌য়ে আসার জন্য ভূয়সী প্রশংসা ক‌রে ব‌লেন, অসহায় ও দ‌রিদ্র জন‌গো‌ষ্টির কথা বি‌বেচনা ক‌রে বড়‌লেখায় স্থায়ীভা‌বে যেমন ক্যান্সার হাসপাতাল, ডায়বে‌টিস হাসপাতাল বা স্কুল-ক‌লেজ প্র‌তিষ্ঠা করার উ‌দ্যোগ গ্রহণ কর‌লে ইউ কে ফাউ‌ন্ডেশন বড়‌লেখা কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সব ধর‌ণের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন।

বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকারের দাতব্য নীতিমালা অনুসরণের মাধ্যমে এই সংগঠন বড়লেখা উপজেলার আর্ত মানবতার কল্যানে দুটি প্রকল্প হাতে নিয়েছে। সকলের সাথে আলোচনার মাধ্যমে ২০২১ সালে বাস্তবায়নের কাজ শুরু করবে বলে আশ্বাস প্রদান করেন।

অপর‌দি‌কে ক‌রোনা ভাইরাস সংক্রমন প্র‌তি‌রো‌ধে ও জনগ‌ণের ম‌ধ্যে স‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে এবং জনসাধার‌নের মা‌ঝে বিতর‌ণের জন্য বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর পক্ষ থে‌কে বড়‌লেখা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র মোঃ শামীম আল ইমরা‌নের হা‌তে ১০০০ হাজার মাস্ক ও সাবান তু‌লে দেন বড়‌লেখা ফাউ‌ন্ডেশন ইউ কে এর প্র‌তিষ্ঠাকালীন সভাপ‌তি সু‌হেল রহমান । এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মৌলভীবাজর জেলা প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান আবু আহমদ হা‌মিদুর রহমান শিপলু। এছাড়া আ‌রো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন