সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
এবারের জিসিএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে তানহিদ রহমান। তানহিদ ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল এ ষ্টার (৯) এবং কম্পিউটার সাইন্সে এ ষ্টার (৮) অর্জন করেছে।
সে ইলফোর্ডস্থ বিল হাই স্কুল এর শিক্ষার্থী। একই স্কুল থেকে সে এ লেভেল করবে। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তানহিদ ।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কাজী বাড়ির আবিদুর রহমান শিমু ও মা রওশন চৌধুরী বড় ছেলের এই ফলাফলে আনন্দ প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন।
বিয়ানীবাজার পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এর প্রাক্তণ প্রধান শিক্ষক, শিক্ষাবিদ মরহুম মতিউর রহমানের বড় নাতী তানহিদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন