­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

শিক্ষক বিষ্ণু পদ আচার্য্য’র চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে প্রাক্তন ছাত্রদের অর্থ সাহায্য



বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষক ও বর্তমানে এয়ারপোর্ট হাই স্কুল সিলেট’র সহকারি প্রধান শিক্ষক বিষ্ণু পদ আচার্য্য একটি জটিল রোগে অসুস্থ হয়ে সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকরা বিভিন্ন শারীরিক পরীক্ষার পর জানিয়েছেন, তাঁর ব্রেনে দু’টি টিউমার ধরা পড়েছে।তা অপসারণের জন্য জরুরী ভিত্তিতে ব্রেনের অস্ত্রোপচার লাগবে।এজন্য শীঘ্রই তাঁকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।উল্লেখ্য, বিষ্ণু পদ আচার্য্য হার্টের সমস্যার কারণে সম্প্রতি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এজন্য তাঁকে বিপুল পরিমান অর্থ ব্যয় করতে হয়েছে।বর্তমানে ব্রেইন টি-উমার এর ব্যয়বহুল অস্ত্রোপচার ও চিকিৎসা নিয়ে বিষ্ণু পদ আচার্য্য চরম আর্থিক সংকট, মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে পড়েছেন।

বিষ্ণু পদ আচার্য্য’র প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্যে অবস্হানরত পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা গত ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন হাবিবুর রহমান ময়না, দেলোয়ার হোসেন,আব্দুল মুকিত খান মুক্তা,দবির হোসেন,শিহাব উদ্দিন কাজল, আবু হাসনাত,আলী বেবুল, মাহমুদ হোসেন সেলিম, শামীম উদ্দিন সেলিম, খায়রুল ইসলাম আলীম,এম মাসুদ আহমদ,আমিনুল ইসলাম লিটন,আমিনুর রহমান রাজু, কামরুল হোসেন মুন্না,মুজিব রহমান।

সভায় বিষ্ণু পদ আচার্য্য’র শারিরীক বর্তমান অবস্হা,চিকিৎসার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয় এবং চিকিৎসা ত্বরানিত করার জন্য একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।এ জন্য অর্থ সংগ্রহ করার জন্য শিহাব উদ্দিন কাজল,আবু হাসনাত. আলী বেবুল,মাহমুদ হোসেন সেলিম,এম মাসুদ আহমদ,খায়রুল ইসলাম আলীম, আমিনুর রহমান রাজু, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ও মুজিব রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।সভায় তাৎক্ষনিক এক হাজার পাউন্ড উত্তোলিত হয়।পরে একটি ওয়াটসআপ গ্রুপের মাধ্যমে ও ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে সকল প্রাক্তন ছাত্র ও কমিউনিটির কিছু দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রায় ৩ হাজার ২শত পাউন্ড অর্থ সংগৃহিত হয়।

উত্তোলিত এ অর্থ ৪ আগস্ট বিষ্ণু পদ আচার্য্য’র স্ত্রী সুপ্রীতি আচার্য্য’র নিকট বাংলাদেশী মুদ্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা পাঠানো হয়। সুপ্রীতি আচার্য্য কঠিন এই সময়ে তার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন সকল ছাত্রের প্রতি এক লিখিত বার্তায় পুরো পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন