ইউরোপের স্বপ্ন পূরণ হলনা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুই যুবকের। তাদের বাড়ীতে এখন কান্নার রোল পড়েছে। পাড়া-প্রতিবেশীরাও চোখের পানি ফেলছেন।ইউরোপ ইউনিয়ন এর দেশ গ্রীস থেকে বসনিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় অতিরিক্ত ঠান্ডায় মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন রাজু আহমদ (২২) ও রিহান আহমদ (২৪)। রাজু আহমদ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজী মাসুক মিয়ার পুত্র। রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও গ্রামের গয়াছ মিয়ার পুত্র। এ দুই পরিবারে ইউরোপের স্বপ্ন এখন কান্নায় পরিণত হয়েছে
বসনিয়ায় অবস্থানরত আলী হোসেন এর সাথে যোগাযোগ করলে জানা যায় তারা বসনিয়ার রাজধানী সারা জীবো (নিউ ক্যাম্পে) অবস্থান করেছিলেন। হঠাৎ করে রাজু ও রিহান এবং ত্রিশ জন বাংলাদেশি ও পাকিস্তানি মিলে পাকিস্তানি দালাল এর সাথে আলোচনা করে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হোন। পথিমধ্যে তারা বদ্ধ জলাশয়ে দুই দিন হাটার পরে অতিরিক্ত ঠান্ডা আর তুশারপাতের কারনে রাজু ও রিহান ঘটনাস্থলে মারা যান এবং আরো কয়েকজন নিখোঁজ আছেন বলে যানা যায়। এদিকে রাজু- রিহান এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। রাজু -রিহান এর মৃত্যু যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের সুখ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।