­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

দুবাই-আবুধাবি সীমান্তে দ্রুত ও সস্তায় করোনা পরীক্ষা



বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির প্রারম্ভকাল থেকেই সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন রকম আধুনিক ও যুগপোযোগী ব্যবস্থা গ্রহণ এবং আইনের যথাযত প্রয়োগের মাধ্যমে করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। আমিরাত সরকারের এই কার্যকরী পদক্ষেপ বিশ্বমহলে প্রশংসিত হয়েছে ।

এবার আবুধাবি-দুবাই সীমান্তে আরও একটি নতুন স্ক্রিনিং সেবা চালু করেছে যার মাধ্যমে মাত্র ৫ মিনিটে কোবিড -১৯ পরীক্ষা করা যাবে । নতুন পরীক্ষা কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে  “tamouh healthcare” নামের আবুধাবির সরকারী চিকিৎসা সংস্থা ।

সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ রাশদী বলেন, বর্তমানে আমরা পরিবারগুলোকে এই সেবার আওতায় রাখছি । তাছাড়া মহিলারা ও এই সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন , দেশের সকল নাগরিকদের কিছু দিনের মধ্যেই এই সেবার আওতায় আনার ব্যবস্থা করা হবে।
গত সপ্তাহে দুবাই ও আবুধাবির মধ্যে ভ্রমণ সহজ করার লক্ষে কর্তৃপক্ষ নতুন এই লেজার ভিত্তিক পরীক্ষাটি ঘোষণা করেছিল যা অতি দ্রুত করা যায় এবং সহজলভ্য । ইতিমধ্যেই মঙ্গলবার থেকে শত শত লোকেরা মহাসড়কের কাছে ঘানতুত সীমান্ত চৌকির ঠিক সামনে অবস্থিত তাঁবুতে উঠে এসেছিল কেবলমাত্র ৫০ দিরহামের এই পরীক্ষাটি নিতে।

অন্যদিকে আবুধাবিতে প্রবেশ করতে ইচ্ছুক যে কোনও ব্যক্তিকে কোভিড -১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে যা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র গুলিতে পাওয়া যাচ্ছে কিন্তু সেই পিসিআর টেস্টটির খরচ প্রায় ৩৭০ দিরহামের এর কাছাকাছি । সীমান্তের এই নতুন লেজারভিত্তিক পরীক্ষাটি দ্রুত ও কম খরচে হওয়াতে পরীক্ষা কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় দেখা যায় ।

আল রাশদী বলেন, আমরা বর্তমানে পরিবার গুলিকে দ্রুত এই সেবা প্রদানের জন্য আরও একটি নতুন তাঁবু তৈরির কাজ চালিয়ে যাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন