আগামীকাল ২৮শে ডিসেম্বর থেকে ইতালীর রোমে শুরু হচ্ছে দুই দিনব্যাপী কমিউনিটি প্রতিনিধি সম্মেলন। ইতালি প্রবাসীদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজক শাহ মো: তাইফুর রহমান ছোটন।
আজ রোমের ভিত্তোরিওতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কমিউনিটি সকল নেতাদের এই সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান। তাইফুর রহমান ছোটন বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা চাচ্ছি।
এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, রোম সহ ইতালির বিভিন্ন শহরের প্রতিনিধিদের অংশগ্রহনে সাংগঠনিক কার্যক্রম এবং কমিউনিটিতে বিভিন্ন সময় বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান বা সংগঠনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এসময় তাইফুর রহমান ছোটন আয়োজকদের পক্ষ থেকে ২৮-২৯ ডিসেম্বর রোমের সান লিয়নে থিয়েটারে সকলকে অংশগ্রহনে আমন্ত্রন জানান।
আয়োজনের সফলতার মধ্য দিয়ে ইতালীতে বাংলাদেশী কমিউনিটি আরও একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আয়োজকরা।