মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «  

লন্ডনে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ সম্পন্ন



২৫ জুন বৃহস্পতিবার তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে পূর্ব লন্ডনের মাইল এন্ড লেজার সেন্টারের  পার্শ্ববর্তী খোলা মাঠে দ্বিতীয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউকে ২০২০ অনুষ্ঠিত হয়।

কোভিড-১৯ এ লকডাউনের কারণে ব্রিটেনে লেজার সেন্টারগুলো বন্ধ থাকায় এক ব্যতিক্রমী আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, ব্রিটেনের মানুষ এতদিন করোনা আতঙ্কের মধ্যেই ছিলেন।  করোনা পরিস্থিতি  কিছুটা  স্থিতিশীল থাকার কারণে মানুষজন চিন্তামুক্ত চলাচল করছে। সেই সুযোগে খেলোয়াড়দের মনে একটু আনন্দ দানের জন্য ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য খোলা মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়।
লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সদস্য আবু জাফর বাচ্চুর  পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হয় আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

খেলায় লন্ডনের অনেক জনপ্রিয় খেলোয়াড় অংশগ্রহন করেন। ফাইনাল খেলায়  শামীম, সেলিম ও খায়রুল গ্রুপকে পরাজিত করে রাসু, জুবায়ের ও শামীম গ্রুপ বিজয়ী হয়।
তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাইটলেন প্রোপার্টি লিঃ ইউকে ম্যানেজিং ডাইরেক্টর ফারুক ফুয়াদ চৌধুরী উপস্থাপনায় খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি সাংবাদিক
মোহাম্মাদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মো. দিলওয়ার হোসেন, জুবায়ের আহমেদ ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের  সদস্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবু জাফর বাচ্চু।

টুর্নামেন্ট সফল ও সার্বিক সহযোগিতা করার জন্য তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে সকল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা  এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের  ধন্যবাদ জানান হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন