­
­
শনিবার, ৩ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলতে এবার আসছেন কানাডা থেকে শামিত সোম  » «   দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «  

ব্রিটেনে করোনাভাইরাস: শুধুমাত্র লেস্টার শহর পুনরা‍য় লকডাউন



ব্রিটেনের শহরগুলোতে প্রাণস্পন্দন শুরু হয়েছে।ইতিমধ্যে কিছু কিছু দোকানপাট খোলেছে। নিয়ন্ত্রণ উঠেছে অনেকে ক্ষেত্রে। সোশিয়েল ডিসেটেন্সিং ২ মিটার থেকে কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে আগামী ৪ জুলাই থেকে ব্রিটেন অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ৪ জুলাই ব্রিটেনের রেষ্টুরেন্ট-পাব খোলে দেয়া হচ্ছে।অর্থাৎ ব্রিটেনে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে মনে করছেন সাধারন মানুষ।

এ যখন ব্রিটেনের করোনা ভাইরাসের সার্বিক অগ্রগতি, এ সময়ে ইস্ট মিডল্যান্ডে দেখা দিয়েছে নতুন আতংক। ইস্ট মিডল্যান্ডের লেস্টার শহরে গত ২৩ জুন পর্যন্ত দুই সপ্তাহে ৯৪৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। দেখা গেছে, শুধুমাত্র এ শহরেই আক্রান্ত রােগীরা ব্রিটেনের মোট আক্রান্তদের ১৬ ভাগের এক ভাগ।

দেশটির স্বাস্থ্য বিভাগ এতে উদ্বেগ প্রকাশ করেছে। সেজন্য হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক শুধুমাত্র এ শহরটিতে রেড এলার্ট জারী করে নতুন করে লকডাউনের কঠোর নির্দেশনা দিয়েছেন।শহরটিতে করোনা ভাইরাসে ১৮ বছরের নিচের বয়সি মানুষের আক্রান্তের সংখ্যা অধিক বলে হেলথ সেক্রেটারী তাঁর বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেকারনে আগামী শনিবার সারা দেশে রেষ্টুরেন্ট-পাব বা অন্যান্য দোকান পাট খোলে দেবার নির্দেশনা থাকলেও এ শহরটি এর আওতায় পড়ছে না। সোমবার পার্লামেন্ট অধিবেশনে তাই লেস্টারের মানুষদের আবারও ‘স্টে হোম’ নির্দেশনার আওতায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনার বাইরে কেউ গেলে কোন কোন ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করা হয়েছে।

ম্যাট হ্যানকক উল্লেখ করেছেন ৩০ জুন মঙ্গলবার থেকে অন্তত দুই সপ্তাহ এই লকডাউন বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের পরবর্তী পর্যায় দুই সপ্তাহ পরে জানানো হবে।

উল্লেখ করা যেতে পারে, ব্রিটেনে এখন পর্যন্ত ৪৩,৫৭৫ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সূত্রঃ বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন