সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ব্রিটেনে করোনাভাইরাস: শুধুমাত্র লেস্টার শহর পুনরা‍য় লকডাউন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্রিটেনের শহরগুলোতে প্রাণস্পন্দন শুরু হয়েছে।ইতিমধ্যে কিছু কিছু দোকানপাট খোলেছে। নিয়ন্ত্রণ উঠেছে অনেকে ক্ষেত্রে। সোশিয়েল ডিসেটেন্সিং ২ মিটার থেকে কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে আগামী ৪ জুলাই থেকে ব্রিটেন অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ৪ জুলাই ব্রিটেনের রেষ্টুরেন্ট-পাব খোলে দেয়া হচ্ছে।অর্থাৎ ব্রিটেনে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে আসছে বলে মনে করছেন সাধারন মানুষ।

এ যখন ব্রিটেনের করোনা ভাইরাসের সার্বিক অগ্রগতি, এ সময়ে ইস্ট মিডল্যান্ডে দেখা দিয়েছে নতুন আতংক। ইস্ট মিডল্যান্ডের লেস্টার শহরে গত ২৩ জুন পর্যন্ত দুই সপ্তাহে ৯৪৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। দেখা গেছে, শুধুমাত্র এ শহরেই আক্রান্ত রােগীরা ব্রিটেনের মোট আক্রান্তদের ১৬ ভাগের এক ভাগ।

দেশটির স্বাস্থ্য বিভাগ এতে উদ্বেগ প্রকাশ করেছে। সেজন্য হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক শুধুমাত্র এ শহরটিতে রেড এলার্ট জারী করে নতুন করে লকডাউনের কঠোর নির্দেশনা দিয়েছেন।শহরটিতে করোনা ভাইরাসে ১৮ বছরের নিচের বয়সি মানুষের আক্রান্তের সংখ্যা অধিক বলে হেলথ সেক্রেটারী তাঁর বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

সেকারনে আগামী শনিবার সারা দেশে রেষ্টুরেন্ট-পাব বা অন্যান্য দোকান পাট খোলে দেবার নির্দেশনা থাকলেও এ শহরটি এর আওতায় পড়ছে না। সোমবার পার্লামেন্ট অধিবেশনে তাই লেস্টারের মানুষদের আবারও ‘স্টে হোম’ নির্দেশনার আওতায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনার বাইরে কেউ গেলে কোন কোন ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করা হয়েছে।

ম্যাট হ্যানকক উল্লেখ করেছেন ৩০ জুন মঙ্গলবার থেকে অন্তত দুই সপ্তাহ এই লকডাউন বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের পরবর্তী পর্যায় দুই সপ্তাহ পরে জানানো হবে।

উল্লেখ করা যেতে পারে, ব্রিটেনে এখন পর্যন্ত ৪৩,৫৭৫ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সূত্রঃ বিবিসি


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন