­
­
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «   মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «  

ইতালির মিলানে অবৈধ অধিবাসীদের বৈধতার দাবি



ইতালির মিলানে অবৈধ অধিবাসীদের সবার জন্য Permesso di Soggiorno চাই “এই দাবী সামনে রেখে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের আয়োজনে গণসমাবেশে অংশ নেন সামাজিক,রাজনৈতিক,আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ ,সাংবাদিক,ব্যবসায়ি দের প্রতিনিধিরাও।এছাড়াও ছিলেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।অবৈধ প্রবাসীদের বড় একটি অংশ উপস্হিতি সমাবেশকে সাফল্য করে তুলেছেন।

রবিবার(২১ জুন) ইতালির মিলানের সেন্টারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকারের কাছে বৈধ-অবৈধদের বিভিন্ন দাবি আদায়ের জন্য অসংখ্য প্রবাসী নারী-পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

আন্দোলন শুধু অবৈধদের অধিকার আদায়ের জন্য নয়, বরং যারা বৈধ আছেন- তাদেরও বিভিন্ন দাবী-দাওয়া এতে উচ্চারিত হয়।

অভিবাসীদের বিপক্ষে নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে ইতালিতে, যা বর্তমানে সংসদের নিম্নকক্ষে রয়েছে। এ আইন অনুমোদন হলে একজন অভিবাসীকে যেকোনো মুহূর্তে তার নিজ দেশে প্রেরণ করতে সরকারের জন্য সহজ হবে। এর বিরুদ্ধে বাংলাদেশিসহ অভিবাসীদের পক্ষে বিভিন্ন সংস্থার নেতারা এ আন্দোলনের ডাক দেন। এদিন ‘আমরা সবাই বৈধতা চাই’ ব্যানার, ফেস্টুন নিয়ে মিলানের সেন্টার এর সম্মুখ মুখরিত হয়ে ওঠে।এ সময় সেন্টার এর সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি আদায়ের জন্য জড়ো হয়েছেন।

বক্তারা উল্লিখিত দাবিগুলো শিগগির মেনে নিতে ইতালির সরকারের কাছে দাবি যানিয়েছেন । সামাজিক,রাজনৈতিক,আঞ্চলিক,সাংবাদিক,ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।অবৈধ প্রবাসীদের বড় একটি অংশ উপস্হিতি সমাবেশকে সাফল্য করে তুলেছেন।

রবিবার ইতালির মিলানের সেন্টারের সমনে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকারের কাছে বৈধ-অবৈধদের বিভিন্ন দাবি আদায়ের জন্য অসংখ্য প্রবাসী নারী-পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

আন্দোলন শুধু অবৈধদের অধিকার আদায়ের জন্য নয়, বরং যারা বৈধ আছেন- তাদের জন্যেও।

অভিবাসীদের বিপক্ষে নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে ইতালিতে, যা বর্তমানে সংসদের নিম্নকক্ষে রয়েছে। এ আইন অনুমোদন হলে একজন অভিবাসীকে যেকোনো মুহূর্তে তার নিজ দেশে প্রেরণ করতে সরকারের জন্য সহজ হবে। এর বিরুদ্ধে বাংলাদেশিসহ অভিবাসীদের পক্ষে বিভিন্ন সংস্থার নেতারা এ আন্দোলনের ডাক দেন। এদিন আমরা সবাই বৈধতা চাই ব্যানার, ফেস্টুন নিয়ে মিলানের সেন্টার এর সামনে মুখরিত হয়ে ওঠে।এ সময় সেন্টার এর সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি আদায়ের জন্য জড়ো হয়েছেন।

বক্তারা উল্লিখিত দাবিগুলো শিগগির মেনে নিতে ইতালির সরকারের কাছে দাবি যানিয়েছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন