­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

অবৈধ ভাবে ডলার ক্রয়-বিক্রি, লেবাননে দুই বাংলাদেশী গ্রপ্তার



অবৈধ পন্থায় ডলার ক্রয়-বিক্রি করায় লেবাননের দাওড়ার একটি মানি এক্সচেঞ্জ এর মালিক ও তার সহযোগী দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে লেবানন গোয়েন্দ পুলিশ। গত শনিবার গোপন খবরের ভিত্তিতে লেবানন গোয়েন্দা বিভাগ দাওড়া ঔ মানি এক্সচেঞ্জ এর দোকান থেকে তাদের ডলার সহ হাতেনাতে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

পরে সেই মানি এক্সচেঞ্জ এর দোকানের লাইসেন্স বাতিল সহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।

জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি প্রবাসী বাংলাদেশীদের কাছে চড়ামূল্যে ডলার বিক্রি করে আসছিল। মানি এক্সচেঞ্জ এর দোকানের মালিকের সাথে হাত মিলিয়ে লেবাননে এই দূর্যোগ মুহুর্তে লেবাননে সরকারের বেঁধে দেয়া মূল্যে বিক্রি না করে অধীক মূল্যে প্রবাসী বাংলাদেশিদের নিকট তারা ডলার বিক্রি করত। গোপন খবরের ভিত্তিতে লেবাননে গোয়েন্দা পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করলে, তারা মানি এক্সচেঞ্জ এর দোকানের সহযোগী বলে স্বীকার করলে পরে মানি এক্সচেঞ্জ এর দোকানের মালিককেও গ্রেপ্তার করেন গোয়ান্দা পুলিশ। এবং সাথে সাথে দোকানটি সিলগালা করে দেয়া হয় ও মালিকের লাইসেন্স বাতিল করা হয়।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তিনিও জানতে পেরেছেন, তবে ঈদের ছুটি থাকায় লেবাননে জেনারেল সিকিউরিটি থেকে তাদের বৃত্তান্ত জানা যায়নি। বাংলাদেশি দুইজন এখন জেনারেল সিকিউরিটির জেল খানায় বন্দি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন