আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত ২৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ দুবাইয়ের বাংলাদেশ কন্সুলেট জেনারেল এর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় নিহত দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন এবং হাসপাতালে ভর্তির পর করোনা ভাইরাস পজেটিভ ছিলো । সেইসাথে তার রুমের অন্যান্য বাসিন্দারা করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলেও জানা গেছে। নিহত মাহাবুল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের প্রবাসি ছিলেন।
আমিরাতে এই প্রথম করোনা পজেটিভ কোন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৪০ জন নতুন আক্রান্ত হয়েছেন এবং ১২ জন নতুন করে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১২৬৪ জন, মৃত ৯ জন এবং সুস্থ হয়েছেন ১০৮ জন।