যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১শ’ প্রতিবন্ধীর মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন হুইলচেয়ার প্রজেক্টের আহ্বায়ক যুক্তরাজ্য প্রবাসী নাট্যকার ও ছড়াকার আবু তাহের।
গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ইউকের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা হেল্পিং হ্যান্ডসের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, উপজেলা হেল্পিং হ্যান্ডসের সহসভাপতি মারুফ আহমদ, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, ছাত্রনেতা মাজেদ শরীফ।
এ সময় ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, সদস্য কামরুল ইসলাম, প্রবাসী মোছাদ্দেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।