বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «  

সুনামগঞ্জে ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
সুনামগন্জ থেকে



রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করায় মানুষ যখন আতঙ্কিত, তখন মফস্বলের জেলা সুনামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হয়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন জন রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে সুনামগঞ্জে এসেছেন। তাদের একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

চিকিৎসকরা আরো জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কোন মশা কামড়ানোর পর সেই মশা যদি অন্য কাউকে কামড়ায় তবে ওই ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। সংক্রমণ এড়াতে আক্রান্ত রোগীকে মশারির ভেতরে রাখতে হবে।

সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ জানান, সুনামগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জন রোগী চিকিৎসা সেবা নিতে হাসপাতালে আসেন। তারা তিন জনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অপর একজন রোগী সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণু প্রসাদ চন্দের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তাদের পরিচয় দিতে চাননি ওই আবাসিক চিকিৎসক।

ডা. রফিক বলেন, সুনামগঞ্জের মানুষকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ স্থানীয়ভাবে আক্রান্ত কোন রোগী এখনো শনাক্ত হয়নি। তাঁর মতে, এই মুহূর্তে ডেঙ্গু জ্বর যেহেতু রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, কাজেই এ ব্যাপারে জেলার মানুষকে সতর্ক থাকতে হবে। মশার কামড় থেকে বাঁচার প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন