কানাডা প্রবাসি সৈয়দ মাসুফ আহমদ টুনু (৬৫) শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে কানাটাস্থ রোজমন্ট মেজোনাফ হাসপাতালে সকাল ৮:১৫ মিনিট মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বড়লেখার উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি (সৈয়দ বাড়ী)গ্রামের বিশিষ্ট সমাজসেবি ও প্রবীন ব্যক্তিত্ব দীর্ঘদিন থেকে কানাডায় পরিবার নিয়ে স্থায়িতভাবে বাস করছিলেন। তিনি চার মেয়ে,দুই ছেলে ও স্ত্রী নিয়ে কানাডায় বসবাস করছিলেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সজ্জন এবং পরোপকারি মানুষ হিসাবে পরিচিত ছিলেন।
মরহুমের বড়ছেলে ৫২বাংলার কানাডা ব্যুরো চিফ সাংবাদিক সৈয়দ মেহেদী রাসেল জানিয়েছেন- তিনি ডায়বেটিকস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভূগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি কভিক-১৯ এ আক্রান্তের কোন লক্ষণ ছিলনা।
মরহুমের জানাজার নামাজ ও দাফন কানাডার মন্ট্রিয়ল ইসলামিক সেন্টারে সম্পন্ন হবে। সময় এখনও নির্ধারণ হয়নি।
এদিকে ৫২বাংলার কানাডা ব্যুরো চিফ সাংবাদিক সৈয়দ মেহেদী রাসেল এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে । মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ৫২বাংলা পরিবার।
: