সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বরসতী পূজা উদযাপিত হয়েছে। দেরা দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সেবা সংঘের সভাপতি রুপন কান্তি শীলের সভাপতিত্বে ও চন্দন দেবনাথ এবং প্রকাশ দেবনাথের যৌথ পরিচালনায় শ্রী শ্রী বিদ্যাদেবী মা সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজার অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজু কুমার শীল ও রিপন সুশীল। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত এর প্রশ্নোত্তর প্রতিযোগিতা পর্বে প্রথম স্থান অর্জন করেন দ্বীপ দেবনাথ ও দ্বিতীয় স্থান অর্জন করেন শচীন দাশ -কিংশুক পাল, তৃতীয় স্থান অর্জন করেন শিল্পা দাশ ও প্রিয়া রানী শীল।
পূজা অনুষ্ঠানে সহযোগিতা করেন উপদেষ্টা শ্যামল দাশ, করুনা পাল, বিকাশ দেবনাথ, শুকলাল সূত্রধর, শিমুল শীল, শ্রীরাম, পিন্টু সাহা ও সার্বিক সহযোগিতা করেন রাজু শীল, অর্জন দেবনাথ, বন্দন দেবনাথ, শিপন মালাকার, রুবেল দাশ, প্রনব দে, শিবু মালাকার, লিটন দেবনাথ, সুমন শীল, দিলিপ নাথ, বিশ্বজিৎ দে, দিলিপ ধর, মিন্টু শীল, পলাশ শীল, রাজীব শীল, সুভাস নাথ, সুজন নাথ, প্রশান্ত সুত্রধর, অনিপ নাথ, বিশ্বজিৎ, প্রীতম সহ আরো অনেকে।
মায়েদের মধ্যে উপস্থিত ছিলেন বিউটি দাশ, সীমা পাল, অনিতা সুত্রধর, নেলী রানী শীল, কলি শীল, সুলেকা, মৌসুমি, উর্মি, সেতু রানী চৌধুরী, শীমু দেবী ও পূজা।
ছোটদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, অন্তর, টিপু, জয়, সুমিত, পর্না, অবায়ত ও সস্তি